Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি মেগা প্রকল্পে মধ্যপাড়ার পাথর ব্যবহারের আহ্বান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। এ সময় তিনি মধ্যপাড়ার খনি থেকে উত্তোলিত পাথর বিক্রি বৃদ্ধির জন্য দেশে চলমান সরকারি মেগা প্রকল্পে মধ্যপাড়া খনির পাথর ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানান।

রবিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তিনি মধ্যপাড়া পাথর খনির উপরি ও ভূগর্ভের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

সচিস বলেন, বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে প্রতিমাসে এক লাখ টনের বেশি পাথর উত্তোলন হচ্ছে, এই পাথর আমদানীকৃত পাথরের তুলনায় গুনে-মানে অনেক ভাল। এই পাথর উত্তোলন আগামীতে আরো বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে অনেক মেগাপ্রকল্প হচ্ছে, সেই মেগা প্রকল্পে মধ্যপাড়ার পাথর ব্যবহার করে পাথর বিক্রি বৃদ্ধি করা হবে।

এ সময় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিবের সাথে উপস্থিত ছিলেন, মধ্যপাড়া গ্রনাইট মাইনিং কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরী, মহা-ব্যবস্থাপক (অপরেশন) আবু তালেব ফরাজি, জিএম (চলতি) প্রশাসন মনোয়ার হোসেন এবং খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মনিয়া ট্রাষ্ট কনসোডিয়াম (জিটিসি) এর দেশি-বিদেশী কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বর্তমানে খনিটিতে গড়ে প্রতিদিন পাঁচ হাজার টন পাথর উত্তোলন করছেন খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু সেই তুলুনায় পাথর বিক্রি হচ্ছে না। এই কারণে খনিটিতে অবিক্রিত প্রায় চার লাখ টন পাথর মজুদ রয়েছে।

Bootstrap Image Preview