Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


'সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই' প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপ-শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা, নিরাপদ খাদ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতরণে স্বচ্ছতা আনা এবং ভেজাল খাদ্য বয়কট করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে ও খাদ্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল।বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশীদ, মিল মালিক সমিতির খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, এবাদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন লাভলু প্রমুখ।

Bootstrap Image Preview