Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষার্থী সামিরকে অনুদান দিলেন এমপি আয়েন উদ্দীন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দীনের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন।

রবিবার (৩ ফেবুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে তিনি সামিরের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। 

এর আগে ১ ফেব্রুয়ারি সামিরের কৃত্রিম পা সংযোজনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ শুনে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন এমপি আয়েন উদ্দীন।

চেক পেয়ে সামির প্রফুল্ল হয়ে বলেন, মাসখানেক টাকা না থাকায় খুব চিন্তিত ছিলাম। এখন আমি স্বাচ্ছন্দে পড়ালেখা চালিয়ে যেতে পারবো।

আয়েন উদ্দীন বলেন, দুইদিন আগে সামিরকে নিয়ে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। তখন আমি ঢাকায় ছিলাম। একটা সময় আমিও রাবি ছাত্রলীগের সঙ্গে ছিলাম। এই সহযোগিতা আমার একার পক্ষ থেকে নয়, এটা রাবি ছাত্রলীগের পক্ষ থেকে সামিরের প্রতি সহযোগিতা। এ সময় তিনি সামিরের জীবনের সফলতা কামনা করেন। 

রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়ছেন মানুষের জন্য। তিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন। সামিরের প্রতি এমপি'র এই সহযোগিতাই সেই বিষয়টির উজ্জল দৃষ্টান্ত।

এসময় রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

Bootstrap Image Preview