"যুক্তির আলোয় উদ্ভাসিত হই" স্লোগানকে ধারণ করে ঢাকার ধানমন্ডিস্থ "স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে"র আইন বিভাগের স্বনামধন্য সংগঠন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি, প্রতি বছরের ন্যায় আয়োজন করতে যাচ্ছে ৩য় অন্তঃব্যাচ বির্তক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১৯।
'সক্রেটিস বলেছিলেন, “অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর’’। যে জীবনে জিজ্ঞাসা নেই, তা কোন জীবন নয়। বির্তকের জন্ম জিজ্ঞাসা থেকে। বিতর্ক হচ্ছে বিশেষ তর্ক যেখানে থাকবে যুক্তি আর তর্ক।
এতে উক্ত বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ১২টি দল অংশগ্রহণ করবে। ৩ দিনব্যাপী উক্ত আয়োজন ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার কর্মশালার মধ্য দিয়ে শুরু হবে।
সংগঠনের মডারেটর সহকারী অধ্যাপক নাজিয়া রহমানের নেতৃত্বে উক্ত আয়োজনে সংগঠনের অগ্রজ-অনুজ বিতার্কিক, আয়োজক, সংগঠক নানাভাবে অংশগ্রহণ করবে। ল ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আসিফ নজরুল, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্য অতিথি থাকবেন বলে আশা করা যাচ্ছে।
ইতিমধ্যে ল ডিবেটিং সোসাইটির আয়োজকেরা উক্ত আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শিক্ষার্থী দের সাথে কথা বলে বিতর্কের জন্য উৎসাহিত করছে।
এছাড়াও ব্যানার, পোস্টার ও অনলাইনে চলছে নানা প্রচার। আয়োজকদের ধারনা উৎসবমুখর পরিবেশে আয়োজন সফলতা পাবে।
৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের কর্মযজ্ঞ।