'জলাভূমি রক্ষা করি, জলবায়ু পরিবর্তন করি' এ প্রতিপাদ্যকে নিয়ে হাতিয়ায় নিঝুম দ্বীপে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে রবিবার (৩ ফেব্রুয়ারি) সাকাল ১০ টায় র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইকোফিস বাংলাদেশ প্রকল্প ও আই ইউ সি এন বাংলাদেশ এর উদ্যোগে হাতিয়া উপজেলা মৎস্য অধিদফতর দিবসটির আয়োজনে করে।
নিঝুম দ্বীপ আই ইউ সি এন ফিল্ড অফিস থেকে রবিবার সকালে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফ্লিড অফিস মাঠে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃফরিদ হোসেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আই ইউ সি এন বাংলাদেশ এর রাকিবুল আমিন এবং বিশেষ অতিথি ছিলেন সাইফুর রহমান বিট কর্মকর্তা নিঝুম দ্বীপ, মোঃ আবদুল বাতেন পুলিশ পরিদর্শক নিঝুম দ্বীপ তদন্ত কেন্দ্র ডাঃ কবিরুল হক বেলাল সভাপতি সিএমসি নিঝুম দ্বীপ।
সভা শেষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।