Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাককানইবিতে ‘ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন’র কমিটি গঠিত

নিহার সরকার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে বিভিন্ন দফতরে কর্মরত ত্রিশাল উপজেলার স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে 'ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন'। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মপরিচালনা করবে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) আহ্বায়ক কমিটির সকল সদস্যদের সর্বসম্মতিতে ৬৩ সদস্যের ২০১৯-২০২০ মেয়াদে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে মাহমুদুল হাসান মামুন এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আহসান লিমন নির্বাচিত হয়েছেন। ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ত্রিশাল উপজেলার কর্মরত সকলকে নিয়ে সংগঠন 'ত্রিশাল এমপ্লয়িজ ইউনিয়ন' সকল সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন।

উক্ত কমিটিকে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম. মোস্তাফিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর ও বিভিন্ন সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন। 

উল্লেখ্য, বিগত আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল্লা আল মামুন। 

 

Bootstrap Image Preview