Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাতকে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview
প্রতীকী


ছাতকে দু'পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শহরের ফকিরটিলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমির সীমানা নিয়ে ফকির টিলা এলাকার মৃত তেরা মিয়ার পুত্র আরজ মিয়া ও মৃত হরমুজ আলীর পুত্র বাবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে আরজ মিয়ার জবর দখলে রাখা ভুমির সীমানা খুটা উপড়ে ফেলে দেয় বাবুল মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষে গুরুতর আহত মৃত তেরা মিয়ার পুত্র আরজ মিয়া (৩৮), ফারুক মিয়া (৩২), মৃত সুরুজ মিয়ার পুত্র ফরিদ মিয়া (৫০), মৃত মনু মিয়ার পুত্র ফারুক আহমদ (৫০), মৃত হরমুজ আলীর পুত্র বাবুল মিয়া (৫৫), নজরুল হকের পুত্র ফরিদ আহমদকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview