ভারত থেকে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১শ’ ২৭ মে. টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর থেকে নয়টি ট্রাকে যশোরের বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়াডে প্রবেশ করে এসব বিস্ফোরক দ্রব্য।
বন্দর সূত্রে জানা যায়, ১ লাখ ৮৩ হাজার ৯০০ ইউএস ডলার মূল্যের ১শ’ ২৭ মে.টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ভারত থেকে আমদানি করেছে। যার বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা। সিঅ্যান্ডএফ এজেন্ট এএস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান পণ্য চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে দাখিল করেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১শ’২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। বিপুল পরিমানে এ বিস্ফোরক আমদানি করায় বন্দরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।