Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইপিএলে ইউনাইটেডের জয়, সিটির হয়ে আগুয়েরোর হ্যাটট্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৩ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার রাতে ইপিএলে জয় পেল ম্যানঞ্চোর ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটি। লেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে ০-১ গোলে হারিয়েছে সোলজায়েরের শিস্যরা। এছাড়া আগুয়েরোর দুরন্ত হ্যাটট্রিকে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে বিধ্বস্ত করল ম্যাঞ্চেস্টার সিটি৷ 

লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি আসে ম্যাচের নবম মিনিটে। এ সময় পোগবার পাস থেকে ম্যাঞ্চেস্টার উইনাইটেডের হয়ে জয়সূচক গোল করেন রাশফোর্ড৷ পরবর্তীতে পুরো ম্যাচে আর কোনো দলই গোলের দেখা পাননি। ফলে ২০১৫-১৬ মৌমুমের ইপিএল চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ঘরের মাটিতে হারিয়ে দশম ম্যাচে টানা নয় ম্যাচের জয়ের ধারা অব্যহত রাখল ম্যানইউ। টানা আট ম্যাচ জেতার পর নবম ম্যাচে বার্নলির কাছে গত ম্যাচ ড্র করেছিল ম্যানইউ। 

লেস্টার সিটির বিপক্ষে এই জয়ের ফলে রিগের ২৫ ম্যাচে ম্যান ইউয়ের পয়েন্ট দাঁড়াল ৪৮৷ লিগ টেবিলের চার নম্বরে থাকা চেলসির থেকে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে রয়েছেন ইউনাইটেড। 

এদিকে ইপিএলের আরেক তারকা সমৃদ্ধ দল ম্যাঞ্চেটার সিটির হয়ে ঘরের মাঠে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরোর।এদিন গানার্সদের বিরুদ্ধে ম্যাচ শুরুর ৪৮ সেকেন্ডের মাথায় গোল করে সিটিকে এগিয়ে দেন আর্জেন্তাইন তারকা৷ লাপোর্তের পাস থেকে গোলার খাতা খোলেন আগুয়েরো৷ তবে খুব বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি ম্যান সিটি৷ ১১ মিনিটে গোল শোধ করেন কোসেলনি৷

৪৪ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো৷ ৬১ মিনিটে নিজের হ্যাটট্রিক গোলটি করেন তিনি৷ আগুয়েরোর এটা নিয়ে প্রিমিয়ার লিগে ১০টি হ্যাটট্রিক হয়ে গেল। এই লিগে এক মৌসুমে অ্যালান শিয়ারার সব চেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন (১১টি)। 

এই জয়ে লিগ টেবলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলল পেপ গুয়ার্দিওলার ক্লাব। ২৪ ম্যাচে ম্যান সিটি এখন ৫৯। লিভারপুল এখন মাত্র ২ পয়েন্ট বেশি। অবশ্য য়ুর্গেন ক্লপের ক্লাব একটা ম্যাচ কম খেলেছে।

Bootstrap Image Preview