Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাবিপ্রবিতে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতকোত্তর কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ২০১৯ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেমিস্টারে ভর্তির শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।

পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফাহিমা খানম বিজ্ঞপ্তিতে জানান, মাস্টার অব সায়েন্স (এমএস) কোর্সে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স (ডিভিএম), মাৎস্যবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কৃষি অনুষদের অধীনে কৃষিতত্ব, উদ্যানতত্ব, মৃত্তিকাবিজ্ঞান, কীটতত্ত্ব, উদ্ভিদের রোগতত্ত্ব, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন, ফসল শরীরতত্ব ও পরিবেশ, কৃষি সম্প্রসারণ, কৃষি রসায়ন, কৃষি বনায়ন ও পরিবেশ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে, ভেটেরিনারি অ্যন্ড অ্যানিমেল সায়েন্স (ডিভিএম) অনুষদের অধীনে মাইক্রোবায়োলজি, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স, অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, জেনারেল অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্ট্রেটিক্স এবং ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগে ভর্তি করা হবে।

মাৎস্যবিজ্ঞান অনুষদের অধীনে ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, ফিসারিজ  ম্যানেজমেন্ট, ফিসারিজ টেকনোলজি এবং একোয়াকালচার বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে অ্যাগ্রিকালচাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগে ভর্তি করা হবে।

এছাড়া, বিজ্ঞান অনুষদের অধীনে পরিসংখ্যান, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের অধীনে ইংরেজি ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) অনুষদের অধীনে মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী চাওয়া হয়েছে। কোর্সের মেয়াদ হবে ৩ সিমেস্টার (১৮ মাস)।

Bootstrap Image Preview