দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়ে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ।
রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপি গ্রহণের পর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ইতিবাচক। আশা করছি শীঘ্রই রাকসু নির্বাচন হবে।
রাকসু নির্বাচন সম্পন্ন করতে স্মারকলিপিতে কয়েকটি প্রস্তাবনা উল্লেখ করেন রাকসু আন্দোলন মঞ্চ। সেগুলো হলো- সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে এবং রাকসু নির্বাচনের তারিখ বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে, ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে, নির্বাচনকালীন ভোটকেন্দ্র হলের বাইরে এনে একাডেমিক ভবনে অথবা রাবি স্টেডিয়ামে স্থাপন করতে হবে এবং ভোটকেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখতে হবে।
এতে আরও বলা হয়, নিরপেক্ষে ও গ্রহণযোগ্য শিক্ষক্ষকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং সাবেক রাকসু প্রতিনিধিদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে, নির্ধারিত রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ও ছাত্র প্রতিনিধি নিশ্চিত করে সিনেট পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে। আবাসিক হলে রাজনৈতিক ব্লক নিষিদ্ধ করতে হবে, বৈধ শিক্ষার্থীদের হলে সিটের ব্যবস্থা এবং নিরাপদে হলে অবস্থান ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে রাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, নির্বাহী সমন্বয়ক মো. শরীফ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ সাকি, রাশেদ রিমন, কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান প্রমুখ।