বিপিএলের প্রথম প্লে-অফের খেলায় মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা চিটাগং ভাইকিংস ও চতুর্থ স্থানে থাকা ঢাকা ডাইনামাইটস।
আজকের এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে বিপিএল থেকে। তাই জয়ের লক্ষে প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়েছে চিটাগং ভাইকিংস ।
নিজেদের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে বাজে পারফম্যান্সে করার নকআউট পর্বের খেলায় একাদশ ঠাই হলো না মোহাম্মদ আশরাফুলের।
চিটাগং ভাইকিংসঃ মুশফিকুর রহিম(অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম, ফ্র্যাইলিংক, ভিলিজন, ডেলপোর্ট, সানাকা।
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শুভাগত , রনি, কাজী অনিক, মাহমুদউল হাসান, আন্দ্রে রাসেল, পোলার্ড, নারাইন, থারাঙ্গা।