Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাবনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি ঘর পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফতেমোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্থানী ক্যাম্পে (বিহারী ক্যাম্পে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা হলেন ভলু খান, সাহেব আলী, মেহেরুন বেগম, কাল্লু, শোগরা, গুলসের ও লিটন।

ক্ষতিগ্রস্থ সাহেব আলী জানান, ভলু খান বাড়িতে না থাকায় তার ঘর তালাবদ্ধ ছিল। প্রথমে ভলুর ঘরের বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস আসে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই ৭টি ঘরের সব মালামাল পুড়ে যায়। পৌর মেয়র আলহাজ আবুল কালাম আজাদ পরিদর্শন করেছেন। 

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আরিফুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি ঘরের মালামাল পুড়ে গেছে। এতে তাদের আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। 

Bootstrap Image Preview