Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমের ফাদে ফেলে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে মাদরাসা পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার (৩ ফেব্রুয়ারি) রাতে মেয়েটির ভাই বাদী হয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত ঐ প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই ফাজিল ডিগ্রী মাদরাসার অষ্টম শ্রেণি পড়ুয়া ঐ তরুণীকে মাদরাসায় যাওয়া আসার পথে উত্যক্ত করতো পার্শবর্তী ঝিনাই গ্রামের মাসুম প্রামানিকের ছেলে মুক্তার হোসেন ওরফে মনিরুজ্জামান। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এ বিষয়টি মুক্তারের অভিভাবকদের জানানো হলেও কোন কাজ হয়নি।

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মুক্তার হোসেন মেয়েটির বাড়িতে গিয়ে জোরর্পূবক তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মুক্তার হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে এ বষিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা মীমাংসার জন্য বৈঠক করেও কোন সমঝোতা হয়নি। ফলে মেয়েটির ভাই বাদী হয়ে মুক্তার হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধকরণের জন্য সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে মেয়েটিকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে পাঠানো হয়। এ ছাড়াও মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করানো হবে। যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview