বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পাশাপাশি চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলও। কিন্তু ক্রিকেটের তুলোনায় ফুটবল ততোটা জনপ্রিয় নয়।
তাই দর্শক শূন্য গ্যালারিতেই বেশির ভাগ ফুটবল ম্যাচ শেষ হয়। উত্তেজনা খুব একটা না থাকায় ভক্তদের খুব একটা আগ্রহও দেখা যায় না। তাই বিপিএলের উত্তেজনার স্বাদ নিতে এবার খেলা দেখতে চলে এলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
চলতি বিপিএলের প্রথম নকআউট পর্বের খেলা ও কোয়ালিফাই খেলার গ্যালারিতে বসেই দেখছেন এই জাতীয় দলের কোচ।
প্রথমে নটআউট পর্বে ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংসের খেলা দেখার পর তিনি রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোয়ালিফাই ম্যাচ দেখছেন।
অন্যদিকে আজ সিলেটের মাটিতে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডানের খেলা চলছে। জাতীয় দলের ফুটবলাররা এই সময় বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন। হয়তো জাতীয় দলের ব্যস্ততা না থাকায় মিরপুরের মাঠে এসেছেন তিনি। দর্শকে ভরা এই মিরপুরের মাঠে তিনিও বেশ ক্রিকেট ইনজয় করছেন।