ফাইনালে উঠার লড়াইয়ে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে। জয়ের জন্য কুমিল্লা ভেক্টোরিয়ান্সের ১৬৬ রান দরকার।
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৬৫/৫
গেইল(৪৬), মারুফ(১), মিথুন(৩), বোপারা(৩), রুশো(৪৪), হাওয়েল (৫৩), নাহিদুল(৬)।
উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন ১/৪৪, সাঞ্জিত ১/১৪ , মেহেদী ১/২৮ , ওহাব ১/৪৯।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস(অধিনায়ক), বিজয়, আফ্রিদি, পেরেরা, সাইফউদ্দিন, সাঞ্জিত সাহা, শামসুর রহমান, মেহেদী হাসান, ওহাব।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল।