Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রংপুরকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০১ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview


রংপুর রাইডার্সকে ৮ উইকেটে  হারিয়ে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

তবে কুমিল্লার কাছে হেরেও ফাইনালে উঠার আশা এখনো বেঁচে আছে মাশরাফির রংপুরের। দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে হারাতে পারলেও ফাইনালে উঠবে রংপুর।   

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে হাওয়েল ও গেইলের রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রংপুর রাইডার্স। 

১৬৬ রানের জয়ের লক্ষটা মিরপুরের উইকেটে বেশ কঠিন কাজ কিন্তু সেই কঠিন কাজটা সহজ করে দেয় কুমিল্লার প্রথম সারির ব্যাটসম্যানরা। লুইস ,তামিম ও বিজয়ের ব্যাটিংয়ে জয়ের খুব কাছে পৌঁছিয়ে যায় তাঁরা। অবশেষে ৮ উইকেটের জন নিয়ে মাঠ ছাড়ে তাঁরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ  ১৬৬/২
তামিম(১৭), লুইস(৭১)*, বিজয়(৩৯), শামসু(৩৪)*।

উইকেট নিয়েছনঃমাশরাফি ১/৪৩, শফিউল ১/২১ 

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৬৫/৫ 
গেইল(৪৬), মারুফ(১), মিথুন(৩), বোপারা(৩), রুশো(৪৪), হাওয়েল (৫৩), নাহিদুল(৬)। 

উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন ১/৪৪, সাঞ্জিত ১/১৪ , মেহেদী ১/২৮ , ওহাব ১/৪৯।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস(অধিনায়ক), বিজয়, আফ্রিদি, পেরেরা, সাইফউদ্দিন, সাঞ্জিত সাহা, শামসুর রহমান, মেহেদী হাসান, ওহাব। 

রংপুর রাইডার্সঃ  মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল।  

Bootstrap Image Preview