জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাঁচবিবি পাঁচমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার দরপাল গ্রামের মৃত তোমেজ উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নিহত আমজাদ সকালে পাঁচবিবি শহরে ব্যাটারি চালিত ভ্যানে করে বাজারে আসার পথে পাঁচমাথা ওয়াল্টন প্লাজার সামনে ভ্যানের স্কেল ভেঙ্গে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় লেগে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।