উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দলটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ফরমের ফি বাবদ উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের ৫ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য তিন হাজার (মহিলা/পুরুষ) টাকা নির্ধারণ করা হয়েছে।