Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ৪১তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দু’দিনব্যাপী ৪১তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। 

আজ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি অধ্যাপক এম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু কর্মকর্তাদের এবং কৃতী খেলোয়াড় মো. শরিফুল ইসলাম অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান।

বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যাথলেট মো. মাহফুজুর রহমান ও শিরীন আকতার অলিম্পিক মশালসহ মাঠ প্রদক্ষিণ করেন।

Bootstrap Image Preview