Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে দিল ‘উরি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


২০১৯ সালের প্রথম ব্লকবাস্টার সিনেমা ‘উরি’। দর্শকদের ব্যাপক আগ্রহ ও সমালোচকদের প্রশংসায় সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনেই বক্স অফিস থেকে আয় করে নেয় ১০০ কোটি রুপি। যেখানে এটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪৯ কোটি।

ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে নির্মিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি মুক্তি পাওয়ার চতুর্থ সপ্তাহে এসেও যথেষ্ট দর্শকপ্রিয়তা পাচ্ছে।

জানা যায়, ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘উরি’। মুক্তির ২৩তম ও ২৪তম দিনে দক্ষিণের অভিনেতা প্রভাসের সিনেমাটি আয় করেছিল যথাক্রমে ৬ কোটি ৩৫ লাখ এবং ৭ কোটি ৮০ লাখ রুপি।সেখানে ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৫৩ লাখ এবং ৮ কোটি ৭১ লাখ রুপি। এখন পর্যন্ত ‘উরি’র মোট আয় ১৮৯ কোটি ৭৬ লাখ রুপি।

উল্লেখ্য, ‘উরি’তে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।

Bootstrap Image Preview