Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এডিবির সাথে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


'এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে' বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী অা হ ম মোস্তফা কামাল।

তিনি আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ বিকাল পৌনে ৩ টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় পৌনে ৪টায়। বৈঠকের শুরুতে আ হ ম মোস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান মনমোহন প্রকাশ।

অর্থমন্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন যাবত এডিবি'র সাথে কাজ করছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো বিনির্মাণ, বিদ্যুৎ, খাদ্যসহ বিভিন্ন সেক্টরে তারা আমাদের সহযোগিতা করে আসছে। আগামীতে এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এটাই আমরা প্রত্যাশা করি।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ বলেন, আমরা নতুন সরকারের সাথে আরো ভালো সম্পর্ক তৈরি করতে চাই। আমাদের সহযোগিতাগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি নতুন প্রকল্পে অর্থায়ন করা হবে।

Bootstrap Image Preview