Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই স্লোগান সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদযাপন কমিটির সভাপতি ও স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

সঞ্চালনার শুরুতে লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনী বলেন, গতবছর থেকেই সরকার গ্রন্থাগার দিবস শুরু করেছে। এর মূল কারণ সচেতনতা সৃষ্টি। শিক্ষা প্রতিষ্ঠানের হৃদয় হচ্ছে গ্রন্থাগার। আমাদের বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীর প্রথম দিন থেকেই গ্রন্থাগার থেকে বই নিতে পারছে যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিরল। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, প্রবাদে আছে মনের রোগ সারানোর অন্যতম মাধ্যম হচ্ছে গ্রন্থাগার। একটি দেশ বা জাতি কতটুকু উন্নত তা এর গ্রন্থাগার গুলোর সমৃদ্ধতার উপর নির্ভর করে।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা গ্রন্থাগারকে পুরোপুরি আধুনিকায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। গতবারের তুলনায় এবার আমরা তিনগুন বাজেট বৃদ্ধি করেছি। আমাদের গ্রন্থাগারে শুধুমাত্র আমাদের বই-ই নয় বিশ্বের বিভিন্ন উন্নত গ্রন্থাগারের বই পড়ারও ব্যবস্থা রয়েছে। তবে আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের গ্রন্থাগারে আসার প্রবণতা কম। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ডীন অব সোস্যাল সায়েন্স অধ্যাপক ড.  আব্দুল গনিসহ বিভিন্ন স্কুলের ডীনবৃন্দ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview