Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নগরকান্দায় তৃর্ণমূলের ভোটে আ’লীগের দলীয় প্রার্থী বাছাই

আবু নাসের হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় তৃর্ণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সালথা উপজেলার রসুলপুরের নিজ বাড়িতে ভোটের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এতে ৭৯ জন ভোটারের মধ্যে ৫৭ জনের প্রাপ্ত ভোট থেকে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহজামান বাবুল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য জকির হোসেন নিলু মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃর্ণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা প্রার্থী বাছাই করেছি। তৃর্ণমূল নেতাকর্মীরা ভোটের মাধ্যমে যাকে মনোনয়ন দিয়েছেন আমরা কেন্দ্রে তার নাম সুপারিশ করে পাঠাবো।

 

 

 

Bootstrap Image Preview