Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পারিবারিক কলহে নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যার চেষ্টা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview


দাম্পত্য জীবনে পারিবারিক কলহের জেরে বগুড়ার ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা খাতুন (৩২) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছে। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট থানা ভবনের পাশে তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ সময় রোজিনার মা ও বাবা ওই ভাড়া বাসায় ছিলেন। পরে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

থানা সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার মেয়ে রোজিনা খাতুনের ২০০৭ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়। ২০১৮ সালের ১৮ জানুয়ারি রোজিনা খাতুন এএসআই পদে পদোন্নতি পেয়ে ধুনট থানায় যোগদান করেন।

বিগত ২০০৮ সালে একই এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে হাসান আলীর সাথে রোজিনার বিয়ে হয়। রোজিনার স্বামী হাসান আলী সিংড়া উপজেলার দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক। এক ছেলে ও মেয়েকে নিয়ে থানা ভবনের পাশে একটি বাসায় তিনি ভাড়া থাকেন। পেশাজনিত কারণে স্বামী হাসান আলী গ্রামের বাড়িতে থাকেন।

রোজিনার বাবা নান্নু মিয়া বলেন, ৫/৬ বছর ধরে জামাতার সাথে আমার মেয়ের পারিবারিক কলহ চলে আসছে। গত বৃহস্পতিবার জামাতা হাসান আলী রোজিনার ভাড়া বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে শনিবার সকালে গ্রামের বাড়িতে চলে যান। জামাতা চলে যাওয়ার পর থেকেই মেয়ের মন খারাপ ছিল। এ অবস্থায় রোজিনা ভাড়া বাসায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

রোজিনার স্বামী হাসান আলী জানান, স্ত্রীর অসুস্থতার খবর শুনে তাকে দেখার জন্য হাসপাতালের দিকে রওনা হয়েছেন। তবে কি কারণে তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে তা এখনো বলতে পারছেন না।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মাদ সালেহ্ বলেন, বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে নারী পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


 

Bootstrap Image Preview