Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে সরিষা উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরিষা উৎপাদন প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা সিআইজি কৃষক সমবায় সমিতির কার্যালয়ে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।

বহালগাছা সিআইজি কৃষক সমবায় সমিতির সভাপতি মিল্টন আজিজের সভাপতিত্বে মাঠদিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নিখিল চন্দ্র বিশ্বাস।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারন অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন, দিপ্তী রানী রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, শাহিনূর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু ও কৃষক এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview