Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে ভবনে আগুন লেগে ৮ জনের মৃত্যু, নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আটতলা ভবনে আগুনে শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয় ফায়ার সার্ভিস কর্মীসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়,এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জ্বলতে থাকা আগুনের মধ্যেও ৫০ জনকে সুইচ্চ একটি মার্কেটের মধ্যে মই দিয়ে বের করে আনা হয়।

এদিকে প্যারিসের প্রসিকিউটর বলেন, এ ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। গতকাল সোমবার রাতে ভবনটির সপ্তম ও অষ্টম তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে অনেক বাসিন্দাকে ওই ভবনের ছাদ থেকে অন্য ভবনে যেতে বাধ্য করা হয়।

এ ঘটনায় যারা ভবনের ছাদে আটকা পড়েছেন তাদের উদ্ধারে ২৫০ জন ফয়ারসার্ভিস কর্মীকে নিযুক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন অদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। অনেক মানুষ জানালা দিয়ে সাহায্যের জন্য আমাদের ডাকছিল।’

Bootstrap Image Preview