কাল বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালের লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে মাশরাফির রংপুর রাইডার্স ও সাকিবের ঢাকা ডায়নামাইটস। তবে তার আগেই নিউজিল্যান্ড সফরে সামনে রেখে মুশফিক ও মাহমুদু্ল্লাহর নেতৃত্বে দুপুরে ঢাকা ছাড়ছে সাত ক্রিকেটার।
বিপিএলের কারণে দুইভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। প্রথম দল বুধবার দুপুরে উড়াল দেবে। আর দ্বিতীয় দল যাবে ৯ ফেব্রুয়ারি। প্রথম দলের সাথে মুশফিক ও মাহমুদউল্লাহ ছাড়াও নিউজিল্যান্ড যাচ্ছেন মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসান, লিটন দাস ও মেহেদি মিরাজ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন খালেদ মাসুদ পাইলট এবং কোচ স্টিভ রোডস। দুপুর ১২.৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে রওণা হবেন তারা।
এদিকে ওয়ানডে সিরিজে ডাক পাওয়া ১৫ ক্রিকেটারের বাকি ৬ জন যাবেন শনিবার। এরা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন।
ওয়ানডে দিয়ে নিউজিল্যান্ডে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। পরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডে মাটিতে কখনোই ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। শেষ সফরে তিন ওয়ানডেতেই ধবলধোলাই হয়েছিল মাশরাফির দল।এর আগে ২০০৮ এবং ২০১০ সালের সফরে দু’বারই ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৫ সালে বিশ্বকাপের ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে নিউজিল্যান্ডে ১০ ওয়ানডের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম।
ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান।