দিনাজপুরে এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় ৫২৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপরদিকে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজী প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে বাংলা ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় ১ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চতুর্থ দিনের পরীক্ষায় ৫২৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ওইদিন রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্জগড় জেলায় একজন করে মোট ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৭৭ জন, গাইবান্ধায় ৫৬, নীলফামারীতে ৫০, কুড়িগ্রামে ৭৫, লালমনিরহাটে ৫১, দিনাজপুরে ১১১, ঠাকুরগাঁয়ে ৫৯ জন ও পঞ্চগড় জেলায় ৪৫ জন।
উল্লেখ্য, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬২৫টি স্কুল হতে ১ লাখ ৯৬ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৮৫ জন ও ছাত্রী ৯৫ হাজার ৬৪১ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬২ হাজার ৬০৬, অনিয়মিত ৩৩ হাজার ৭২৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।