Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সাকিব-মাশরাফি মহারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রথম কোয়ালিফাইয়ার জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিষ্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে রংপুর ও ঢাকার লড়াই 

লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা। দু’দল একবার করে ম্যাচ জিতেছে। প্রথম দেখায় ঢাকা ২ রানের জয় পেয়েছিল। ফিরতি ম্যাচে ডি ভিলিয়ার্সের অপরাজিত ১০০ ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের অপরাজিত ৮৫ রানের সুবাদে ৮ উইকেটে জয় পায় রংপুর।

তবে প্লে-অফে হেলস বা ডি ভিলিয়ার্সের সহায়তা পাচ্ছে না রংপুর। দু’জনই দেশের ফিরে গেছেন। হেলস ও ডি ভিলিয়ার্সের না থাকাটা প্রথম কোয়ালিফাইয়ারে ভালোভাবে ভুগিয়েছে রংপুরকে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারেও, হেলস ও ডি ভিলিয়ার্সকে রংপুর যে মিস করবে এতে কোন সন্দেহ নেই। তবে দলে যারা আছেন, তারা জ্বলে উঠতে পারলে আবারো ফাইনালের মঞ্চে দেখা যাবে রংপুুরকে।

এদিক থেকে শেষ দুটি ম্যাচে জয় পেয়ে নিজেদের আত্ববিশ্বাস ফিরে ফেয়েছে ঢাকা। তাদের একাদশে উপুল থারাঙ্গা অন্তর্ভুক্তি দলকে শক্তিশালী করেছে। চিটাগংয়ে বিপক্ষে তিনি ৩০ বল থেকে ৪২ রানের ইনিংস খেলেছিলেন। তবে আজ সাকিবের জ্বলে উঠার অপেক্ষায় রয়েছে ঢাকার ভক্তরা। বল হাতে পারফর্ম করতে পারলেও ব্যাট হাতে কিছুটা অনুজ্বল রয়েছেন তিনি। 

বিপিএলের চলতি আসরে ১১ ম্যাচে গেইল করেছেন কেবল ১৮৮ রান। অথচ গত আসরে ১১ ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৮৫ রান সংগ্রাহক হয়েছিলেন রংপুরের এ ব্যাটসম্যান। স্ট্রাইকরেট ছিল ১৭৬.৩৬। ফাইনালে উঠতে পারলে এখনও পাবেন দুটি ম্যাচ, নইলে ঢাকার বিপক্ষে ম্যাচটিই হবে শেষ। ফাইনালে উঠতে হলেও গত আসরের গেইলকে ভীষণ প্রয়োজন রংপুরের।

Bootstrap Image Preview