Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএম পদক পেলেন পুলিশ সুপার হাসানুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পুলিশ পদক বিপিএম (সেবা) পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন।

পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। মাদক, সন্ত্রাস দমন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠাণে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে তিনি বিপিএম (সেবা) পদক পেলেন। 

প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম (সেবা) পদক গ্রহনের পর পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবার দোয়া ও আল্লাহ্’র রহমতে ভালো কাজের স্বীকৃতি পেয়েছি। এ স্বীকৃতি ভালো কাজে আরও উদ্দীপনা বাডাবে। আরও ভালো কাজ করতে চাই। প্রকৃত সেবক হয়ে মানুষের সেবা করতে চাই।

Bootstrap Image Preview