Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে ডিপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে সূচিতে ঘরোয়া বিপিএল নিয়ে মজে আছেন ভক্তরা। ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এই আসর। এরপরেই বাংলাদেশ দলের আদলে ১৫ সদস্যের দল রওনা দেবে নিউজিল্যান্ড সফরে। সেখানে তিন ওয়ানডে ও তিন টেস্ট খেলবে তারা।

তবে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্থ থাকলেও দেশের অন্যান্য ক্রিকেটাররা এ সময় অবসর সময় কাটানোর ফুরসক পাচ্ছেন না। কারন আগামী ২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ। এর মধ্যেই এ নিয়ে তোড়জোর শুরু হয়ে গেছে।

প্রিমিয়ার লিগের কো অর্ডিনেটর আমিন খান সাংবাদিকদের জানান, ১২ ফেব্রুয়ারি ডিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। একই সাথে গেল সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো এবং প্রতিটি দলে একজনের বেশি বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে না।

তিনি আরো বলেন, তিন জন করে ধরে রাখা ক্রিকেটারদের দল বদলের আনুষ্ঠঅনিকতা শুরুর আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক শোধ করতে হবে।

এদিকে আসছে ডিপিএলের প্রথম পর্ব থেকেই পাওয়া যাবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যেহেতু ২০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে অংশ নিবেন তিনি। তারপর দেশে ফিরে এই আসরে অনায়াসেই খেলার সুযোগ থাকছে তারা। তবে যেসব ক্রিকেটার নিরউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দলে আছেন তারা ডিপিএলের প্রথম পর্ব থেকে অংশ নিতে পারছেন না।

Bootstrap Image Preview