Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অক্ষয়ের সাথে কেন সিনেমা করেন না শাহরুখ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


বলিউডের প্রথম সারির দুই তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। তাদের মধ্যে সু-সম্পর্ক থাকলেও একসঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যায়নি। সেই রহস্য  ভেদ করেছেন স্বয়ং শাহরুখ খান।

সম্প্রতি, অক্ষয় কুমারের সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কিং খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ওর মতো অত সকালে উঠতে পারি না। আমি যখন ঘুমোতে যাই তখন সে ঘুম থেকে উঠে।’

কিং খান মনে করেন, তিনি যদি অক্ষয়ের সাথে একই সিনেমায় অভিনয় করেন, তাহলে দুই জনের সাথে কখনই দেখা হবেনা। কারন একজন শুটিং শেষ করে বাড়ি চলে গেলে অন্যজন ঘুম থেকে উঠবে।

উল্লেখ্য, শাহরুখ ও অক্ষয়  দু’জন দু’ধরনের জীবনধারায় অভ্যস্ত। অক্ষয় যদি ভোরের পাখি হন, তাহলে শাহরুখ নিশ্চিতভাবে রাতের পাখি। প্রধানত এ জন্যই কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায় না।

Bootstrap Image Preview