Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিতের দুই মাইলফলকের ম্যাচে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে ম্যাচে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। যাঁর প্রথমটিতে নিরাশ করলেও দ্বিতীয় ম্যাচে বিরাট জয় পান তিনি। এবার পালা টি-টোয়েন্টি সিরিজের। বিরাট কোহলির অনুপস্থিতিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচে অধিনায়ক রোহিত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

বুধবার ওয়েলিংটনে শুধু নেতা হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও বড় চ্যালেঞ্জের মুখোমুখি রোহিত। মাত্র ৩৬ রান করতে পারলেই পুরনো রেকর্ড ভেঙে নয়া নজির গড়বেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুম্বইকর। বর্তমানে যে কৃতিত্বের মালিক নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। আরও একটি রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে। এই ফরম্যাটে গাপ্তিল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল মোট ১০৩ টি ছক্কা হাঁকিয়েছেন। সেখানে রোহিতের সংগ্রহ ৯৮। অর্থাত্‍ আর পাঁচটি ডেলিভারিতে ওভার বাউন্ডারি মারলেই সর্বোচ্চ ছক্কার মালিকদের সঙ্গে এক আসনে বসবেন ভারতীয় তারকা। আর ছ'টি হাঁকাতে পারলেই হয়ে যাবেন টি-টোয়েন্টির সর্বোচ্চ ছক্কার অধিকারী।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, রিশভ পান্থ, বিজয় শংকর, দির্নেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যজুবেন্দ্র চাহাল, খালিদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টি সেফার্ট (উইকেটরক্ষক), কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডি মিচেল, রস টেইলর, সি ডি গ্র্যান্ডহোম, মির্চেল সানটনার, এস কুগেলেজিন, টিম সাউদি, ইশ সোডি, এল ফার্গুসন

Bootstrap Image Preview