টালিউডের অনেক তারকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে সেদিকে কোন আগ্রহ নেই তারকা অভিনেতা জিতের। তিনি অভিনয়ের মাধ্যমেই নিজেকে তুলে ধরতে চান। রাজনীতির মাঠ থেকে যতটা সম্ভব দূরে থাকেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে জিৎ বলেন, ‘আমি রাজনীতি বুঝিনা এবং আপাতত বুঝতেও চাইনা। আমি শিক্ষার্থী, প্রতিনিয়ত শিখছি। জীবনের নতুন নতুন দিক আবিষ্কার করতে চাই। প্রযোজনা করছি, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই। বিভিন্ন ধারনা নিয়ে ভাবছি, যা থেকে ছবি হতে পারে। এমন কিছু ভাবছি যা শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকবেনা। তা দেশের সীমানাও ছাড়িয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘আমার ৬ বছরের মেয়ে নবন্যা আমাকে বোকা মনে করে। সেটা অবশ্য সিনেমা দেখে নয়, ও মনে করে তার বাবা অপদার্থ! তবে আমি এই বোকা হওয়াটাই ভালোবাসি।’