Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমান বাহিনীর সৈনিক থেকে জাতীয় দলে ইবাদত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড সফরে তাসকিনের ইনজুরিতে কপাল খুলেছে পেসার ইবাদত হোসেন। প্রথমবারের মতো সুযোগে পেয়েছেন টেস্ট দলে। তবে অকেই জেনে অবাক হবে তিনি এক সময় বিমান বাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। 

বাংলাদেশে দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বর্তমানে একজন সংসদ সদস্য। গেল একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জনগণের মনোনীতি প্রাথী হিসেবে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তবে বিমান বাহিনীতে থেকে জাতীয় দলে সুযোগ পেয়ে নজির স্থাপন করাদের মধ্যে ২৫ বছর বয়সী ডানহাতি পেসার ইবাদতই প্রথম।

২০১৬ রবি পেসার হান্টে অংশ নেয়ার সময় ইবাদত ছিলেন বিমান বাহিনীর সৈনিক পদে কর্মরত। ঘণ্টায় ১৩৯ কিলোমিটার বেগে বল করে প্রথম হওয়ার পরই চলে আসেন বিসিবির অধীনে। এরপর থেকেই হাই পারফরম্যান্স দলের নিয়মিত সদস্য তিনি। বিপিএল শুরুর আগে বিসিএলে ইবাদত ৫ ম্যাচে নেন ১৯ উইকেট। এক ম্যাচেই শিকার করেন ১০ উইকেট। এছাড়া চলতি বিপিএলে সিলেট সিক্সারেব  হয়ে চারটি ম্যাচে খেলার সুযোহ পান। যেখানে শেষ ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ১৭ রানে নেন ৪টি উইকেট।

বর্তমানে জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পথে কাগজে-কলমে ইবাদতকে এখনও বিমান বাহিনী কর্তৃপক্ষ ধরে রেখেছে তাদেরই সৈনিক হিসেবে। প্রতিনিয়ত সেখান থেকে সমর্থন আর উৎসাহ পেয়ে যাচ্ছেন। 

Bootstrap Image Preview