Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জোলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে তিনি বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার সন্ধ্যায় তার বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, তিনদিনের সফরে সোমবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান জোলি। ওইদিনই তিনি কক্সবাজার যান। সেখান থেকে বুধবার সকালে তিনি ফের ঢাকায় আসেন।

দুই দিন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে তিনি সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বিবৃতি দেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থার জন্য তিনি মিয়ানমারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Bootstrap Image Preview