নিউজিল্যান্ডের ওয়েলিংটনের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। এতে নিউজিল্যান্ডে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের পাহাড় দাঁড় করালো ভারতের সামনে।
সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডের উদ্ধোধনী জুটিতে মুনরো ও সাইফার্ট। এই জুটিতে ৮২ রান তোলার পর প্রতিরোধ গড়েন হার্দিক পান্ডে। এ সময় নবম ওভারের দ্বিতীয় ২০ বল থেকে ৩৪ রান করে প্যাভিলনে ফিরে যান মুনরো।
দ্বিতীয় উইকেটে মুনরো যেখানে থেকে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন উইলিয়ামসন। সাইফার্ট ও তিনি এই জুটিতে তোলের ৪৮ রান। যা নিউজিল্যান্ডতে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। দলীয় ১৩৪ রানের সময় সাইফার্টকে থামান খালিদ। ৭টি চার ও ৬টি ছক্কার ইনিংসে ৪৩ বল থেকে ৮৪ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের উপর চড়াও হন উইলিয়ামশন। তবে বেশি দূরে এগোতে পারেননি তিনি। দলীয় ৩০ রানের ব্যবধানে চাহালের শিকারে পরিণত হন উইলিয়াম। প্যাভিলনে ফেরার আগে ২২ বল থেকে ৩৪ রান করেন। এ সময় নিউজিল্যান্ডের স্কোর ১৫.১ ওভারে ১৬৪/৪।
এরপর নিউজিল্যান্ডের হয়ে আর কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ১৪ বল থেকে ২৩ রান করে কুমারের বলে ক্যাচ দিয়ে ফেরেন টেইলর। টেইলর ফিরে গেলেও শেষ দিকে স্কট কাগলিজিনের ৭ বল থেক ২০ রানের অপরাজিত ইনিংস নিউজিল্যান্ডকে রানের পাহাড়ে পৌঁছে। নির্ধারীয় ২০ ওভার শেষে ৬ উেইকেটে ২১৯ রান তোলে।
ভারতের হয়ে হার্দিক পান্ডে ৫১ রানে নেন ২টি উইকেট। ভুবনেশ্বর কুমার, কুনাল পান্ডে, খালিদ ও চাহান নেন ১ টি করে উইকেট।