বলিউডের জনপ্রিয় সংগীত তারকা সনু নিগমের শারীরিক অবস্থা ভালো নেই। ত্বকের রোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।
জানা যায়, কিছুদিন আগে রাতের খাবার খেতে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে গিয়েছিলেন সনু নিগম। তখন হঠাৎ তিনি নিজের ত্বকে অস্বাভাবিক অ্যালার্জি লক্ষ্য করেন। যা অল্প সময়ের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের কাছে গেলে তারা সনু নিগমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর দ্রুত চিকিৎসার স্বার্থে তাকে আইসিইউতে রাখা হয়।
দু’দিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ সনু নিগম। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এই অবস্থাতেই তিনি তার পরবর্তী কনসার্টের প্রস্তুতি নিচ্ছেন। কনসার্টে অংশ নিতে ওড়িশায় যাবেন এই সফল গায়ক।