Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশরাফুলের ১ রানের মূল্য ৭২ হাজার টাকা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএল খেলে আবারো ক্রিকেটে নিয়মিত হতে চেয়েছিলেন টাইগার দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। কিন্তু এই ফেরা তাঁর জন্য শুভো হলো না। হাসলো না তাঁর ব্যাট। চরম ব্যর্থতায় যেন ডুবে গেলেন তিনি।

চলতি বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন তিনি। কিন্তু একাদশে নিয়মিত হতে পারেননি।প্রথম দুই ম্যাচে মুশফিকের একাদশে তাঁর জায়গা হয়েছিলো। কিন্তু ব্যর্থ হয়ে ছিলো তাঁর ব্যাট। প্রথম ম্যাচে তিন রান ও দ্বিতীয় ম্যাচে ২২ রান। দুই ম্যাচে ২৫ রান করেছিলেন এই ডান হাতি ব্যাটসম্যান। 

কিন্তু তাকে দলে ভেড়াতে চিটাগংকে গুনতে হয়েছে ১৮ লাখ টাকা। সে হিসেবে আশরাফুলের ব্যাট থেকে আসা প্রতিটি রানের মূল্য ৭২ হাজার টাকা।

এমন পারফম্যান্সে অ্যাশ নিজেও হতাশ। যে স্বপ্ন নিয়ে বিপিএলে এসেছিলেন সেই স্বপ্ন তাঁর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন এই ব্যর্থতা ভুলে ভালো কিছু করার অপেক্ষায় তিনি।  

Bootstrap Image Preview