Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারী ধর্মযাজকদের যৌন নিগ্রহের সঙ্গে বিশপ ও পাদ্রীরাও জড়িত: পোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪২ PM

bdmorning Image Preview


নারী ধর্মযাজকদের যৌন নিগ্রহের সঙ্গে বিশপ ও পাদ্রীদের অনেকে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ভ্যাটিকানে ফেরার সময় তিনি এ কথা বলেন।

নারী ধর্মযাজকদের যৌন হেনস্থার বিষয়ে এই প্রথম মুখ খুললেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি ভারত, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইতালিতে যৌন সম্পর্কের গুপ্তচরবৃত্তি নিয়ে ক্যাথলিক নানরা অভিযোগ করেছে। গত সপ্তাহে ভ্যাটিকান ম্যাগাজিনে বলা হয়েছে, এ সব দেশের নারীরা গর্ভপাত করেছেন এবং পুরোহিতদের সন্তান জন্ম দিচ্ছেন।

পোপ ফ্রান্সিস সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এ ধরনের ঘটনা এখনও ঘটছে। এসব যাতে বন্ধ করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারীদের সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর।

গত সপ্তাহে ভ্যাটিকান থেকে প্রকাশিত নারী বিষয়ক এক পত্রিকায় যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ তোলা হয়। ‘ওমেন চার্চ ওয়ার্ল্ড’ নামে পত্রিকাটি বলেছে, যৌন নিগ্রহের পর সন্ন্যাসীদের গর্ভপাতের জন্য চাপও দেওয়া হয়।

গত বছর ভারতের কেরালায় এরকম একটি ঘটনা নিয়ে আলোড়ন পড়ে যায়। নির্যাতনের শিকার নারীরা দাবি করেন, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৩ বার তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত বিশপকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে চার্চের দায়িত্ব থেকেও অব্যহতি দেওয়া হয় তাকে।  তবে প্রথম থেকেই ঘটনার কথা অস্বীকার করেছেন বিশপ।

‘ওমেন চার্চ ওয়ার্ল্ড’ এর চলতি সংখ্যায় আরও বলা হয়েছে, একাধিক ঘটনার পর নির্যাতনের শিকার নারীরা চুপ থেকেছেন। কখনও বা চুপ থাকতে বাধ্য হয়েছেন।

Bootstrap Image Preview