প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ভারতের তেলেগু ছোট পর্দার অভিনেত্রী নাগা ঝাঁসি। হায়দরাবাদের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।
জানা যায়, ঘটনার সময় ঐ ফ্ল্যাটে একাই ছিলেন নাগা ঝাঁসি। তার ভাই যখন বুঝতে পারেন ভেতর থেকে কোন সাড়াশব্দ আসছে না, তখন দরজা ভেঙে ফেলা হয়। সেখানে দেখা যায় নাগা ঝাঁসির ঝুলন্ত মরদেহ। উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন নাগা। কিন্তু তার পরিবার সম্পর্কটি মেনে নেয়নি। ধারণা করা হচ্ছে, সেকারণেই আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ এই অভিনেত্রীর মোবাইল ফোন ও সুইসাইড নোট উদ্ধার করেছেন।
সুইসাইড নোটে নাগা ঝাঁসি লিখেছেন, বিষণ্ণতার কারণেই আমি আত্মহত্যা করছি। এর জন্য কেউই দায়ী নয়। আমার মস্তিষ্কই আমার শত্রু।
উল্লেখ্য, নাগা ঝাঁসি ‘পবিত্র বন্ধন’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান।