মাত্র দশ রানে অলআউট! এর মধ্যে দলের দশ ব্যাটসম্যান করেছে শূন্য রান। শুনে অবাক লাগলেও অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়পন ম্যাচে এমন লজ্জাজনক স্কোর গড়েছেন সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা।
টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা। আর এই ব্যাটিং ব্যর্থতা তাদের যেন ডুবিয়ে দিলো। প্রথম সারির দশ ব্যাটসম্যান করলেন শূন্য রান। শুধু ওপেনার ফেবির ব্যাট থেকে আসে ৪ রান। বাকি ছয় রান আসে অতিরিক্ত।