ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স।
লিগ পর্বে দু’বার মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা। দু’দল একবার করে ম্যাচ জিতেছে।
আজ ফানাইলের লড়াইয়ে যারা জিতবে তারাই কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল খেলবে। সেই জয়ের লক্ষে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ঢাকা ডাইনামাইটস।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল।
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শুভাগত , রনি, কাজী অনিক, মাহমুদউল হাসান, আন্দ্রে রাসেল, পোলার্ড, নারাইন, থারাঙ্গা।