চলতি বছরে এপ্রিল ও মে মাসে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ঠিক ঐ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলাও হওয়ার কথা। যার জন্য বিপাকে পড়ে আইপিএল কমিটি। নির্বাচনের জন্য আইপিএলের কিছু খেলা দেশের বাহিরে খেলানোর চিন্তায় তারা।
তাই বিপিএলের মুখ্যম ভেন্যু হিসাবে নাকি এবার বাংলাদেশকে বেছে নিয়েছে আইপিএল কমিটি। এমনটাই শুনা যাচ্ছে। বাংলাদেশের তিনটি ভেন্যুতে আইপিএলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এই তিন ভেন্যু হলো মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ।
ইতোমধ্যে আজ বিপিএলের ফাইনাল খেলা দেখতে বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ঢাকায় এসেছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররাও এসেছেন। এই সফরের সংক্ষিপ্ত সময়ে আইপিএলের তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।