Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড় কষ্টের কথা জানালেন তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview


বিপিএলের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান পেসার তাসকিন আহমেদ। এরপর এক্সেরে করে  রিপোর্ট আসে  তাঁর বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্ট   ছিঁড়ে গিয়েছে। যার জন্য তাকে ছয় সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে।

এমন সংবাদের পর মুহুর্তেই শেষ হয়ে গেল তাসকিনের  সব স্বপ্ন।  কারণ বিপিএলে দুর্দান্ত পারফম্যান্স করে নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে  ডাক পেয়েছিলেন তিনি । কিন্তু তাঁর সেই সুখ কপালে সইলো না। 

নিউজিল্যান্ড সিরিজ খেলতে আজ  টাইগার দলের স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটার দেশ ছেড়েছেন। এই দলের সাথে তাসকিনেরও যাওয়ার কথা ছিলো । কিন্তু ইনজুরির কারণে সেটি হলো না। দলের সতীর্থরা যখন যখন বিমানে চেপে নিউজিল্যান্ডের পথে তখন ইনজুরি পা নিয়ে ঘরে বসে ফেসবুকে বড় কষ্টের স্ট্যাটাস দিলেন এই ডান হাতি পেসার, এখন আমার উড়জাহাজে থাকার কথা ছিল.. পা ঊচু করে বসে আছি ঘরে.
আল্লাহ ভরসা. সবাই দোআ করবেন আমার দ্রুত সুস্থতার জন্য.. ।

ইনজুরি ঠিক হওয়ার আগেই নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে টাইগাররা। ইনজুরি থেকে সেরে উঠে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি নিবেন তিনি। 

আজ নিউজিল্যান্ড সফরে টাইগারদের প্রথম ভাগে যারা গিয়েছেন তাঁরা হলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাঈম হাসান।

ওয়ানডে দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

Bootstrap Image Preview