Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যারা দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই মনোনয়ন দেবে জাপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview


যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

বুধবার(৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সাথে তাদের অতীত এবং বর্তমান অবদানও বিবেচনা করা হবে জানিয়ে জি এম কাদের বলেন, সাক্ষাৎকার শেষে তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া টিপু, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী ও লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview