হাসলো গেইল ও রুশোর ব্যাট শেষ হলো রংপুর রাইডার্সের বিপিএল মিশন। ১৪২ রানের ছোট পুঁজি নিয়ে ঢাকা ডাইনামাইটসের কাছে যেন অসহায়ভাবে আত্মসমর্পন করলো মাশরাফিরা।
ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে চলতি বিপিএলে তিনবার মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এর মধ্যে একটি ম্যাচে জয় লাভ করেছে রংপুর।
ফাইনালে উঠার লড়াইয়ে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান করে রংপুর।
১৪৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাশরাফির আঘাতে থারাঙ্গাকে হারিয়ে চাপে পড়ে ঢাকা। কিন্তু রনি ও নারাইনের ব্যাটিং সেই চাপ কাটিয়ে উঠে। এরপর রনি ,সাকিব ও রাসেলের ব্যাটিংয়ের সামনে হার মানে রংপুরের বোলাররা। অবশেষে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা । আগামী ৮ তারিখ কুমিল্লার বিপক্ষে ফাইনাল খেলবে সাকিবরা।
ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৪৭/৫
থারাঙ্গা(৪), নারাইন(১৪), রনি(৩৫), সাকিব(২৩), পোলার্ড(১৪), সোহান(৯)*, রাসেল(৪০)*।
উইকেট নিয়েছেনঃ মাশরাফি ২/৩২, হাওয়েল ১/১৭, নাজমুল ১/৪৭
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৪২/১০
গেইল(১৫), নাদিফ(২৭), রুশো(০),হাওয়েল(৩), মাশরাফি(০), রেজা(২),শফিউল(০), বোপারা(৪৯),অপু(০)।
উইকেট নিয়েছেনঃ রাসেল ২/৩১, রুবেল ৪/২৩ , অনিক ২/২১ ,সাকিব ১/২৯ ও শুভাগত ১/১৮।
রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল।
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শুভাগত , রনি, কাজী অনিক, মাহমুদউল হাসান, আন্দ্রে রাসেল, পোলার্ড, নারাইন, থারাঙ্গা।