২০১৭ সালে শ্রীলংকা সফরে সময় হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান। এরপর গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় কথা উঠেছিলো দেশের মাটিতে এটাই নাকি মাশরাফি শেষ ওয়ানডে সিরিজ।
কিন্তু সেই কথা উড়িয়ে দিয়েছেন ম্যাশ। জানিয়েও দিয়েছিলেন আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ ভালো পারফম্যান্স করে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন।
এবার সেই রকমই কথা উঠলো তাঁর বিপিএল খেলা নিয়ে। বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে উঠার লড়াইয়ে ঢাকা ডাইনামাইটসের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে তাঁর দল রংপুর রাইডার্স। এর পরেই কথা উঠেছে এটাই নাকি মাশরাফির শেষ বিপিএল।
এটা গুজবের কথা তাই বেশি দূর যাওয়ার আগেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় এই বিপিএল কি আপনার শেষ বিপিএল?
এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, 'এখান থেকে সবাই জাতীয় দলে সুযোগ পায়। ইচ্ছা ছিল ২০ বছর খেলার, হবে কিনা জানি না, তবে ইচ্ছা আছে। বিপিএল যদি সময় মত হয় পরের বছর, হয়তো সুযোগ থাকবে। কিন্তু আমি আসলে বলতে পারছি না। আরও খেলার ইচ্ছা আছে, দেখা যাক।'
বিপিএলের শেষ বেলায় তীরে এসে তরী ডুবলো তাঁর দল রংপুর রাইডার্সের। তবে ম্যাচে হেরেও তিনি আশাবাদী ফাইনালটা বেশ জমজমাট হবে।
দুই দিন ছুটি কাটানোর পর আগামী নয় তারিখ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।