টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের করা ২২০ রান তাড়া করে ১৩৯ রানে শেষ ভারতের ইনিংস৷ ৮০ রানে প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার ইডেন পার্কে অনুষ্ঠিত হবে৷
ওয়েলিংটনে ২২০ রানের বিশাল টার্গেট তারা করতে নেমে চার বল বাকি থাকেতেই অলআউট হয় ভারত। শুরুতেই পাঁচ বল খেলে মাত্র এক রান করে ডাগ-আউটে ফেরেন হিটম্যান৷ ১৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর কিউই বোলারদের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত৷
ধোনি কিছুটা লড়াই করলেও বাকিরা চূড়ান্ত ব্যর্থ ছিলেন৷ ইনিংসের সর্বোচ্চ ৩৯ রান করেন ধোনি৷ ৩১ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন মাহি৷ এছাড়া শিখর ধাওয়ান ২৯, বিজয় শংকর ২৭ এবং ক্রুনাল পান্ডিয়া ২০ রান করেন৷
চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি উইকেট নেন টিম সাউদি৷ ফার্গুসন,স্যান্টনার ও ইশ সোধি নেন ২টি করে উইকেট।
এর আগে টসে হেরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে উদ্ধোধনী ব্যাটসম্যান টিম সেইফার্টের অনবদ্য ৪৩ বলে ৮৪ রানের সৌজন্যে বড় রান তোলে নিউজিল্যান্ড। কলিন মুনরো ৩৪, কেন উইলিয়ামসন ৩৪ রান করেন।
এছাড়া রস টেলরের ১৪ বলে ২৩ এবং স্কট কুগেলিনের ৭ বলে ২০ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে এটাই নিউজিল্যান্ডের সর্বোচ্চ টি-২০ স্কোর৷
ভারতীয় বোলারটা সকলেই ছিলেন খরুচে। হার্দিক পাণ্ডিয়া ৫১ রান খরচায নেন ২টি উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নিলেও অনেক খরুচে ছিলেন।